জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য এরই মধ্যে জমা পড়েছে চলচ্চিত্র। ২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে। গঠন করা হয়েছে জুরি বোর্ড। সেখানে প্রথমবারের মতো স্থান পেয়েছেন চিত্রনায়ক রিয়াজ। জুরি বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে থাকছেন তিনি।
রিয়াজ বলেন, ‘এর আগে আমি নিজে পুরস্কার নিয়েছি। এখন আমাকে জুরি বোর্ডের সদস্য করা হয়েছে। বিষয়টি আমার জন্য অবশ্যই আনন্দের, অনেক সম্মানজনক। আমি চেষ্টা করব নিজের অভিজ্ঞতা কাজে লগিয়ে সুবিচারে অংশ নিতে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সচেষ্ট থাকব। আমি এই বোর্ডের সদস্য মাত্র। এখানে আমার অনেক সিনিয়র আছেন। নিজের অভিজ্ঞতাও সঞ্চয় হবে এখান থেকে।’