এসিআই নিউট্রিলাইট ফর্টিফাইড রাইস ব্র্যান অয়েলের মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল বিক্রি করায় তুহিন স্টোর নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং হা-মীম ফুডস নামীয় প্রতিষ্ঠানের মানহীন সন্দেশ বিক্রি করার দায়ে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এই আদালত পরিচালিত হয়। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ৪ ও ১০ এর প্রসিকিউটিং অফিসার এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় হাসান হা-মীম ফুডসের মালিক মো. ফারুক হোসেন এবং নবাব ইউসুফ মার্কেটের তুহিন স্টোরের মালিক মো. হানিফকে বিবাদী করা হয়েছে।
বিশুদ্ধ খাদ্য আদালত মামলা দুটি আমলে নিয়ে মেয়াদোত্তীর্ণ রাইস ব্র্যান অয়েলের জন্য ২৫ ফেব্রুয়ারি এবং মানহীন সন্দেশ বিক্রির জন্য ৪ মার্চ মামলা দুটির শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।