ধানমন্ডির রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাত দল।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গণনা শেষে রাপা প্লাজায় সংবাদ সম্মেলনে জুয়েলার্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা জানান, প্রাথমিকভাবে এক হাজার ভরি মনে হলেও পরে গণনা করে দেখা গেছে ৫০০ ভরি। এছাড়া নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর পুলিশ রাপা প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে দেখা যায়, শনিবার রাত আড়াইটার দিকে তিনজন মার্কেটে প্রবেশ করছে। এর মধ্যে দুজনের মুখ ঢাকা ছিল। মার্কেটের পেছনের দিকের ময়লার রুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। তারা প্রথমে রাজলক্ষ্মী জুয়েলার্সে প্রবেশ করে। এরপর তিনটি কাপড়ের দোকানেও চুরি করে। এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।